
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছনোগাও, পাইকপাড়া,ফালকাপন বিখারগাও,বাঘমাড়া পর্যন্ত পাকা রাস্তা ভেঙে জরাজীর্ণ হয়ে খানাকন্দে পথচারীদের চলাচলে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
স্থানীয়রা বলেছেন, এই রাস্তা দীর্ঘ ৩০ বছর পূর্বে বিএনপি সরকারের আমলে মরহুম আব্দুস সোবহান চেয়ারম্যান ঐ রাস্তাটি পাকার কাজ করে ছিলেন। পরে সরকার পরিবর্তন হয়ে বিভিন্ন চেয়ারম্যান মেম্বার হয়েছেন। কিন্তু এই অঞ্চলের মানুষ জনদুর্ভোগ থেকে চেয়ারম্যান মেম্বারদের নিকট রাস্তাটির সংস্কারের জন্য বছরের পর বছর ঘুরেও রাস্তাটির পরিবর্তন ঘটেনি। স্থানীয়রা আরো বলেন, এই রাস্তার দুইটি খালবাট ঝুঁকিপূর্ণ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ সংস্কার না হলে, দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের চলাফেরা করে। কোমলমতি শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে প্রতিনিয়ত চলাফেরা করতে হচ্ছে এই রাস্তা দিয়ে। গর্ভবতী নারীদের এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলে অনেকেরই রাস্তায় ডেলিভারি হয়ে যাওয়ার কথা উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ এ রাস্তাটি রাস্তা নয়, এ যেন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান কাদা জমে যায়। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। বর্ষাকালে গ্রামবাসীর জীবনযাত্রা হয়ে পড়ে দুর্বিষহ।
বিএনপি নেতা ফ্রান্স প্রবাসী মোঃ মোরশেদ আলম বলেন,
এই অঞ্চলটি কৃষি নির্ভরশীল অঞ্চল। কৃষকরা মালামাল নিয়ে চরম দুর্ভোগে চলাচল করতে হচ্ছে। দ্রুত উপজেলা প্রশাসন এই রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে অনুরোধ জানান।
জানতে চাইলে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান বলেন, এই রাস্তাটি আমাদের প্রয়াত মরহুম আব্দুস সোবহান চেয়ারম্যান সাহেব পাকা করে যাওয়ার পর আমরা অনেক নেতাকর্মী সৃষ্টি হয়েছে। দুঃখের বিষয় হলো কেহ আমাদের এ রাস্তাটি সংস্কার করে গেল না। দ্রুত এ রাস্তাটি সংস্কার করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি সময়ের দাবী জানিয়েন তিনি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেছেন, এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না,বিভিন্ন চেয়ারম্যান মেম্বাররা কেন করলেন না এটা আমার জানা ছিল না। উপজেলা প্রকল্প থেকে এই রাস্তা সংস্কার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।