
সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রগুলো জমা দেন।
সিরাজগঞ্জ রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক আমিনুল ইসলামের কাছে জমাদেন তিন জন। এরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম ও কমিউনিস্ট পার্টির প্রার্থী মতিয়ার রহমান সরকার।
সহকারী রিটানিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র কাছে জমাদেন ৪ জন। এরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা খাঁন বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী ও গণ অধিকার পরিষদের ইউসুফ আলী।
এদিকে এই আসনে এনসিপি’র প্রার্থী সাবেক সংসদ সদস্য মেজর (অব:) মনজুর কাদের মনোনয়নপত্র উত্তলন করলেও ১২ দলীয় জোটের কারণে জমাদেননি। জামায়াত ইসলামীর প্রার্থীকে ছেড়ে দিতে হয়েছে।