
হযরত আলী,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা চাউল ব্যবসায়ী ফোরামের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় বনপাড়া বাইপাস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বড়াইগ্রাম উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
র্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চাউল ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি শ্রী সঞ্জয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শ্রী কিশোর কুমার কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব প্রাং, প্রচার সম্পাদক কাউসার আহমেদ শিমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
র্যালি শেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি মোঃ মাহবুবুর রহমান বলেন,
“মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের গর্ব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। বিজয়ের চেতনা ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।”
বক্তারা আরও বলেন, বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি আত্মত্যাগ, দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। এই চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান তারা।