1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা–গাঁজা ও অস্ত্র দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে খেলার সামগ্রী বিতরণ ২০২৬ অনুষ্ঠিত দোয়ারাবাজারে ছনোগাও- বাঘমারা জরাজীর্ণ পাকা রাস্তা এ যেন এক মরণফাঁদ রাজশাহীতে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী’র ব্যবসায়িক সম্মেলন মুন্সিগঞ্জ তিন আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা। বড়াইগ্রামে বনপাড়া ট্রমা সেন্টারের উদ্যোগে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ফ্রী স্বাস্থ্য কার্ড বিতরণ। ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত প্রায় ৫০ ‎ সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন মুন্সিগঞ্জ শিলই বিএনপি নেতার বাড়ির দেয়ালে ককটেল বিস্ফোরণ এর অভিযোগ। কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, চরম দুর্ভোগে চরাঞ্চলের মানুষন

মাদারীপুরে নির্বাচনকে ঘিরে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

ইসমাঈল  খান হৃদয়, মাদারীপুর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে মাদারীপুর জেলার গণমাধ্যম কর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনার প্রায় দুই ঘণ্টা ধরে চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশগ্রহণ করেন। নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী ও বাস্তবভিত্তিক করতে এই সেমিনার বিশেষ গুরুত্ব বহন করে।

সভায় জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি সিরাজগঞ্জের ছেলে বলে পরিচয় দিতে চাই না; বরং মাদারীপুরের সন্তান হিসেবে এই জেলার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা অপরিহার্য।” তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ, গুজব নিরসন, ভোটারদের সচেতন করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।

সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রসঙ্গে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার বিশেষভাবে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা ও প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, দেশে যেমন নির্বাচনী প্রযুক্তি ও ব্যবস্থাপনায় উন্নয়ন হয়েছে, তেমনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও ভবিষ্যতে আরও সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে।

সভায় বক্তারা নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বাড়াতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষ অংশে জেলার প্রশাসনিক কর্মকর্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রশাসন, নির্বাচন কমিশন এবং গণমাধ্যম—এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টাই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মূল শক্তি।

অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীরাও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের আলোচনামূলক সভা মাঠপর্যায়ের সাংবাদিকদের কাজকে আরও সুসংহত করে।

ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনার ও মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট