
মোঃ আবু বকর
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া আফিজ আলী দারুলউলুম হাফিজিয়া মাদ্রাসার ৪ তলা ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন করেছেন এলাকাবাসী।
সোমবার ১৭ নভেম্বর দুপুরে অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজের নেতৃত্বে,
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া আফিজ আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার বৃত্তিপ্রস্তর উদ্বোধন করেন,বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হোসাইন আহমদ ও কলাউড়া দারুসসুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
প্রতিষ্ঠানের চারতলা ভবন টি দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার মত তৌফিক মহান আল্লাহ পাকের নিকট কামনা করেন। এই প্রতিষ্ঠান টির সার্বিক সহযোগিতার জন্য দেশে প্রবাসে অবস্থানরত সবাইকে যার যার সমর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এ-সময় বৃত্তিপ্রস্তর উদ্বোধনে অংশ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা সাবেক ইউপি সদস্য মোলায়েম হোসেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা মোঃ আহমদ আলী, সভাপতি আব্দুল আজিজ, মাস্টার সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আকবর আলী,আব্দুল কাদির বাচ্ছু, কেরামত আলী,ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ্রগণ সহ প্রমুখ।