
মোঃ আবু বকর সিদ্দিক,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে জিপিয়ে-৫ প্রাপ্ত এসএসসি,এইস এসসি,ও সমমান পরীক্ষার্থীদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে।
শনিবার ১৫ নভেম্বর সকালে সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক
ছায়াদ মিয়ার পরিচালনায়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো.শমশের আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ আব্দুল জলিল।
তিনি বলেন,কৃতী শিক্ষার্থীদের প্রতি এই সফলতাকে ধরে রাখতে হলে এখানেই থেমে থাকা যাবে না। এ-সময় তিনি সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ সহ সমুজ আলী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডি সকল কে ধন্যবাদ জানিয়েছেন।
সিলেট সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.সামছুল ইসলাম
বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,গভর্নিং বডির সভাপতি হোসনা বেগম,সুরমা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ,সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন অধ্যক্ষ অসীম মোদক,উপজেলা আমীরে জামায়াত ডা. হারুন অর রশীদ,প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন,
অনুষ্ঠান শেষে জিপিয়ে-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী শিক্ষার্থী অনুষ্ঠানে ৩২জনের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ সম্পন্ন করেছেন। অনুষ্ঠানটি সিলেটস্হ দোয়ারা বাজার সমিতি’র’ পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ এর আহবায়ক
মাওলানা করম আলী,অর্থ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ, বিশেষ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমুখ।