1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া জেলেদের মাঝে জাল বিতরণ করলেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন মাদারীপুরে ‘প্রবাসী ভিআইপি ক্লাব’ কর্তৃক বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ এনায়েতপুরে সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ৩৭ বছর পরও স্মরণীয়: কালীগঞ্জে শহীদ আসলাম হোসেনের শাহাদাত দিবসে আলোচনা ও দোয়া আন-নূর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ইসলামী মহা সম্মেলন ২০২৫ নাটোরের নলডাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত গজারিয়া বিএনপির পক্ষ থেকে অসহায় ও দু মাঝে ত্রান বিতরণ দোয়ারাবাজারে কুশিউড়া আফিজ আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ৪ তলা ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন বড়াইগ্রামে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন এনায়েতপুরে কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের অভিষেক সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি – চৌহালী উপজেলায় অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাঠপট্টি চত্বরে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মাসুদ রানা সরকার। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুক্তার হাসান। নবগঠিত এনায়েতপুর কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের সভপতি পদে হাবিবুর রহমান হাবিল সরকার, সিনিয়র সহসভাপতি মুক্তার হাসান, সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলী, কোষাধ্যক্ষ ন‚র হোসেন শেখ, সহকারী কোষাধ্যক্ষ আতিকুর রহমান রসনাই, নির্বাহী সদস্য পদে যথাক্রমে মনিরুল ইসলাম, শাহ আলম, সাইদুল ইসলাম, মমিনুল ইসলাম (মমিন), রেজাউল শেখ ও নজরুল ইসলামকে নির্বাচিত করা হয়। অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনায়েতপুর হাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার মোফাজ্জল হোসেন, বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল খালেক শেখ ও এনায়েতপুর হাটের ইজারাদার আনিছুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ

আরএমপি পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ আদালতের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু সুফিয়ানকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ শোকজ জারি করেন। নোটিশে পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বর মধ্যে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

নোটিশে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে। এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তদপ্রেক্ষিতে ঘটনাস্থল হতেই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেফতার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায় অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে। যা আযেশা সিদ্দিকা মিল্লি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০ সহ বিভিন্ন মামলায় প্রদত্ত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ প্রদান করায় কেন আরএমপি কমিশনার মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ১৯ নভেম্বরের মধ্যে স্বশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ। এসময় হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার (৪৪)। হামলাকারী লিমন আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।

ভবনটির দারোয়ান মেসের আলী বলেন, ঘাতক লিমনকে তিনি আগে কখনো দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় তিনি ঢুকতে দেন। তবে তার আগে নাম ও মুঠোফোন নম্বর লিখিয়ে নেন। দুপুর আড়াইটার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় ৩০ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান, ফ্ল্যাটে বিচারকের ছেলেে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে তিনজনকেই আহত পান। এরপর তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

এনায়েতপুরে কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের অভিষেক সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি – চৌহালী উপজেলায় অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাঠপট্টি চত্বরে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মাসুদ রানা সরকার। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুক্তার হাসান। নবগঠিত এনায়েতপুর কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের সভপতি পদে হাবিবুর রহমান হাবিল সরকার, সিনিয়র সহসভাপতি মুক্তার হাসান, সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলী, কোষাধ্যক্ষ ন‚র হোসেন শেখ, সহকারী কোষাধ্যক্ষ আতিকুর রহমান রসনাই, নির্বাহী সদস্য পদে যথাক্রমে মনিরুল ইসলাম, শাহ আলম, সাইদুল ইসলাম, মমিনুল ইসলাম (মমিন), রেজাউল শেখ ও নজরুল ইসলামকে নির্বাচিত করা হয়। অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনায়েতপুর হাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার মোফাজ্জল হোসেন, বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল খালেক শেখ ও এনায়েতপুর হাটের ইজারাদার আনিছুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট