1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা–গাঁজা ও অস্ত্র দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে খেলার সামগ্রী বিতরণ ২০২৬ অনুষ্ঠিত দোয়ারাবাজারে ছনোগাও- বাঘমারা জরাজীর্ণ পাকা রাস্তা এ যেন এক মরণফাঁদ রাজশাহীতে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী’র ব্যবসায়িক সম্মেলন মুন্সিগঞ্জ তিন আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা। বড়াইগ্রামে বনপাড়া ট্রমা সেন্টারের উদ্যোগে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ফ্রী স্বাস্থ্য কার্ড বিতরণ। ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত প্রায় ৫০ ‎ সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন মুন্সিগঞ্জ শিলই বিএনপি নেতার বাড়ির দেয়ালে ককটেল বিস্ফোরণ এর অভিযোগ। কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, চরম দুর্ভোগে চরাঞ্চলের মানুষন

ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহের দাবিতে শৈলকুপায় কৃষক সমিতির হাটসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

এ.এস. আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ, সার সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার, কৃষকদের সামাজিক পেনশন, সরকারি রেটে রেশন এবং জিকে সেচ প্রকল্পে সারাবছর পানি সরবরাহের দাবিতে শৈলকুপায় হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে এ হাটসভা ও কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি শৈলকুপা শাখা আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক সংগঠক রুহুল আমিন জোয়ার্দার। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব সাজ্জাত হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা স্বপন বাগচী, প্রভাষক শাহাদৎ হোসেন, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য সুজন বিপ্লব, কৃষক সমিতির নেতা হেলাল উদ্দিন, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সদস্য আব্দুল ওহাব মল্লিক, উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্য, ছাত্র ইউনিয়ন সংগঠক সুব্রত বিশ্বাস ও আতিক আহমেদ প্রমুখ।

বক্তারা ফসল ও বীজ সংরক্ষণের জন্য হিমাগার প্রতিষ্ঠা, প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু, ন্যায্যমূল্যের দোকান স্থাপন এবং সারাবছর জিকে সেচ প্রকল্পে পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, কৃষিব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের জন্য কোনো কার্যকর কমিশন নেই। ‘ঐক্যমত কমিশন’ নামে কমিশন গঠিত হলেও কৃষকের স্বার্থ রক্ষায় তার ভূমিকা নেই।

বক্তারা কৃত্রিম সার সংকট, অসম বণ্টন, সার সরবরাহে দুর্নীতি ও ভুলনীতির তীব্র সমালোচনা করেন। পাশাপাশি কৃষিপণ্যের লাভজনক মূল্য নির্ধারণ এবং ন্যায্য দাবিগুলো আদায়ের লক্ষ্যে কৃষক ও সাধারণ জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

হাটসভা থেকে বক্তারা আরও বলেন, কৃষক-শ্রমজীবী মানুষের বিকল্প রাজনৈতিক উত্থানের মাধ্যমে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট