
হযরত আলী, বড়াইগ্রাম, নাটোর।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী মামুন মজুমদার বলেছেন, “নির্বাচনী সিগন্যাল নিয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
মঙ্গলবার এক ফেসবুক বার্তায় তিনি বলেন, “সম্প্রতি বিভিন্ন রঙের নির্বাচনী সিগন্যাল প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। অথচ বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো সিগন্যাল দেওয়া হয়নি। বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইতিমধ্যেই প্রেস রিলিজ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষ্কার করেছেন।”
মামুন মজুমদার আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সংগঠনের ঐক্য ও শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানে দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু কেউ কেউ তাঁর ফোনালাপের বিষয় বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
তিনি নাটোর-৪ আসনের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সবাই ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন। পার্টি যখন মনোনয়ন ঘোষণা করবে, তখন আমরা কাঙ্ক্ষিত ধানের শীষের কান্ডারিকে পেয়ে যাবো ইনশাআল্লাহ।”