
সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহাতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে বিশেষ অভিযানে ১ লক্ষ ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ লক্ষ মিটার অবৈধ বেড় জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
চৌহালীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ১ লক্ষ ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও বেতিল খেয়াঘাট থেকে ১১ টি বেড় জাল জব্দ করে মোট ৭ লক্ষ ২৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান চালিয়ে ৬ জন আটক করা হলে ৩ জনকে ২০০০ হাজার টাকা জরিমানা করে ছেরে দেওয়া হয় বাকি ৩ জনকে ১০ হাজার টাকা জরিমানা করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পেরোন করা হয়।
অভিযান চলাকালীন উদ্ধারকৃত ৫ কেজি ইলিশ মাছ বেতিল হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
চৌহালী উপজেলার নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, এটি দেশের অর্থনীতি ও পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় যারা আইন অমান্য করে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
চৌহালী অধিদপ্তরের প্রধান কর্মকর্তা তানভীর হাসান মজুমদার বলেন “মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম বলেন,মা ইলিশ রক্ষায় অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।