ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
পার করেছি আঠোরো, পেরিয়ে যাব পাহাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্রাক এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, ব্রাক এর অফিসার সেলৃপ পূর্ণিমা রানী সরকার, ব্রাকের সিনিয়র অফিসার ( পিটি) মোস্তাফিজুর রহমান সজল, নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া, সোনালী প্রমূখ। অনুষ্ঠান শেষে ২১ জনকে ১৮ বছর পূর্ণ হওয়া স্বপ্ন সারতি কিশোরীদেরের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।