নাটোর প্রতিনিধিঃ
নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫- দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) সকাল দশটার দিকে শহরের মাদ্রাসা মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে মিছিল পূর্ব সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
সমাবেশ পরবর্তী একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের ট্রাফিক মোড় প্রদক্ষিন করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনিত নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত নাটোর-৪ ( বড়াইগ্রাম – গুরুদাসপুর ) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান,সদর উপজেলার আমীর অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমীর রাশেদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেখতে পাচ্ছি একটি দল নির্বাচন নির্বাচন বলে মরিয়া হয়ে উঠেছে। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তাদের বিচারের কথা একবারো বলে না। তাদের বিচার দৃশ্যমান, জুলাই সনদ বাস্তবায়ন , পি আর পদ্ধতির মাধ্যেমে নির্বাচন ও সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবেনা। দাবিগুলো পূরণের মাধ্যমে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে সরকারকে আহ্বান জানান।