হযরত আলী, বড়াইগ্রাম, নাটোর।
নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, সৎ, দক্ষ ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি জানান, জনগণের সেবক হয়ে ইসলামী রাষ্ট্র গঠনে জামায়াত অগ্রণী ভূমিকা রাখবে এবং যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
মঙ্গলবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল আউয়াল মমিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারী আবু তালেব।
বিশেষ অতিথিরা ছিলেন:
জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা তালিমুল কুরআন ও মসজিদ মিশন একাডেমীর সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীর ও সিরাজুল ইসলাম কোরবান, সহকারী সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল, বড়াইগ্রাম পৌর আমীর আলমাছ সরদার, বনপাড়া পৌর আমীর মীর মহিউদ্দিন।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা ও জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।