মোঃ সৈকত হোসেন
নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়ক খানা-খন্দে এখন মৃত্যুফাঁদে রূপ নিয়েছে। প্রতিদিনই এ মহাসড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অসাবধানতায় কিংবা রাস্তায় গর্তে পড়ে গাড়ি উল্টে আহত হচ্ছেন অসংখ্য যাত্রী। স্থানীয়দের দাবি, প্রতিদিন প্রায় হাজারো মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন এ ভগ্নদশা মহাসড়কে।
যাত্রীরা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে টানা বর্ষণে এসব গর্তে রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা ও পণ্যবাহী গাড়ি উল্টে আহত হওয়ার ঘটনাও বেড়ে অনেক।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, “প্রতিদিনই এ রাস্তায় দুর্ঘটনা ঘটছে। রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। আমরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি।”
এদিকে যাত্রী ও চালক অভিযোগ করেছেন, সড়ক বিভাগের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার কাজ না হলে প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর জোর দাবি, বনপাড়া- পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকার জরাজীর্ণ অংশগুলো দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করে তুলতে হবে।
নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের মুঠোফোনে রাস্তার বেহাল দশা ও সংস্কার বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে কল কেটে দেন, পরে একাধিক বার ফোন করলেও তিনি আর রিসিভ করেননি।