বিদায়ের প্রহর
লেখক – কবি ও সাংবাদিক মোঃ সৈকত হোসেন
তুমি ছিলে প্রহরীর মতো, দায়িত্বের প্রাচীরে দাঁড়িয়ে,
অধিকারহারা মানুষের মুখে এনেছিলে হাসি।
ভূমির খাতায় শুধু সংখ্যা নয়,
তুমি এঁকেছিলে মানুষের স্বপ্নের ছবি।
বনপাড়ার আকাশ মনে রাখবে,
তোমার ন্যায় আর নিষ্ঠার আলো,
তুমি ছিলে সবার আপনজন,
একজন প্রশাসকের চেয়ে অনেক বেশি ভালো।
আজ বিদায়ের ক্ষণে চোখ ভিজে আসে,
তবুও শুভ কামনার মশাল জ্বলে—
যেখানেই যাও, আলো ছড়াক তোমার পদক্ষেপ,
মানুষের দোয়ায় তোমার জীবন হোক উজ্জ্বলতর ফলে।
বিদায় নয়, এ শুধু নতুন পথচলা,
তুমি থাকো অনন্ত স্মৃতির ভেলায়,
বনপাড়া চিরদিন মনে রাখবে তোমায়—
মোঃ আসরাফুল ইসলাম, আমাদের হৃদয়ের ভালোবাসায়।