হযরত আলী, নাটোর।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাটোর সদর উপজেলার ঝাঠিয়ান ও জয়নগর গ্রামের ভদ্রার বিল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রতিটি জালের দৈর্ঘ্য ছিল প্রায় ৩০-৪০ ফিট এবং বাজারমূল্য আনুমানিক ৪ হাজার টাকা করে ধরা হয়। সবগুলো জালের মোট মূল্য প্রায় ২ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সুজন মিয়া। তিনি জানান, দেশের জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে এ ধরনের অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এমন পদক্ষেপে স্থানীয় সচেতন জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
স্থানীয় মৎস্যজীবীরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ অব্যাহত থাকলে নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধ মৎস্যসম্পদ উপভোগ করবে।