মোঃ সৈকত হোসেন
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুর উপজেলায় প্রাণ কোম্পানির একটি পণ্যবাহী ট্রাকচালকের বিরুদ্ধে ডিজেল তেল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কদমচিলান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গুধুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ঘ ১২-০৭০৫ নম্বরের ট্রাকটির চালক গাড়ি থেকে তেল বের করে স্থানীয় গুনি মেম্বার ও এক দোকানদারের কাছে বিক্রি করেন। এলাকাবাসীর নজরে এলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রাণ কোম্পানির ট্রাকচালকরা প্রায়ই এভাবে তেল বিক্রি করে থাকেন। তবে বৃহস্পতিবারের ঘটনা সরাসরি জনসমক্ষে ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকার স্হানীয় বাসিন্দারা বলেন, “প্রাণ কোম্পানির গাড়িগুলো নিয়মিত এ এলাকায় আসে। অনেক সময় চালকরা তেল বিক্রি করেন। আজকের ঘটনাটি আমাদের চোখের সামনে ঘটেছে।”
এ ঘটনায় অনেকে প্রশ্ন তুলছেন—প্রতিদিন যদি এভাবে তেল বিক্রি হয়, তবে কোম্পানির বড় ধরনের ক্ষতির পাশাপাশি ভোক্তার কাছেও এর প্রভাব পড়বে।