মোঃ সৈকত হোসেন, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামের ৫ নং মাঝগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তিরাইল গ্রামে তাল বীজ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
আজ ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় তিরাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম, এমপি প্রার্থী, নাটোর-৪বড়াইগ্রাম-গুরুদাসপুর আসন।
উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের মাঝগাঁও ইউনিয়ন সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, যার নেতৃত্বে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের হাতে তাল বীজ ও বিভিন্ন গাছের চারা হস্তান্তর করা হয় এবং বিদ্যালয় মাঠে প্রতীকীভাবে গাছ রোপণ করে এর সূচনা করা হয়।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,
যুব ও ক্রীড়া বিভাগের বড়াইগ্রাম থানা সভাপতি আবদুল্লাহ আল আউয়াল মমিন
জামায়াতে ইসলামী ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ আবুল হাসেম
সেক্রেটারি মাওলানা মোঃ দেলোয়ার কাজী
মাওলানা রমজান আলী, মাওলানা মুস্তাফিজুর রহমান সহ স্থানীয় শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি প্রশংসনীয় বলে মন্তব্য করেন বক্তারা।