ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নির্বাচনী আসন রক্ষা কমিটির ব্যানারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় মানববন্ধন এ সময় তাদের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া,পরে “দাবি মোদের একটাই হোমনা মেঘনা আসন চাই”এই স্লোগানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।
পরে খবর পেয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম,সহকারী কমিশনার (ভূমি)ডা:হামিদা মোস্তফা,ওসি আনোয়ার আলম আজাদ এসে উপস্থিত হলে,বিক্ষোভ কারী’রা তাদের অনুরোধে মহাসড়ক ছেড়ে চলে যান এ সময় আন্দোলনকারীরা বলেন,সরকার জনগনের আবেগ আকাঙ্খা অনুধাবন না করে এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে।ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে তাই কুমিল্লা ২ (হোমনা-মেঘনা)আসন বহাল রাখার দাবি জানান তাঁরা এ সময় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,এই আন্দোলন কোন রাজনৈতিক দলের না কিংবা কোন ব্যক্তির বিরুদ্ধে না,হোমনা-মেঘনার সাধারণ মানুষের আশা আকাঙ্খার বিষয়,আশা করি সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে।
মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে হোমনা মেঘনা আসনের নাগরিক সমাজ,আসন রক্ষা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।