1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে স্থানীয় পত্রিকার একজন সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল পূর্বালী মার্কেটে অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেওয়া নেয়।

এ সভায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখা, রুর‍্যাল জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা, বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাব রাজশাহী শাখা, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, আরএমপির শাহমুখদুম থানার ওসি ও প্রতারক আক্তারুল ইসলামের যোগসাজশে সাংবাদিকের অভিযোগ আমলে না নিয়ে উলটো ষড়যন্ত্রমূলকভাবে ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে।
তারা বলেন, সারা দেশের ন্যায় রাজশাহীর এ ঘটনা “সাংবাদিকদের ওপর হয়রানি, স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং গণমাধ্যমকে স্তব্ধ করার অপচেষ্টা।”
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, পূর্বঘোষিত ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ায় আরএমপি পুলিশের সব ধরনের সংবাদ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে আরএমপি পুলিশের সব ধরণের সংবাদ বয়কট করা হলো।

এছাড়া সভায় ওসি অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন এবং আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “মিথ্যা মামলা ও ওসিকে অপসারণ না করা হলে আন্দোলন আরও জোড়ালো করা হবে।”
এর আগে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে এবং শাহমখদুম থানার ওসিকে অপসারণের দাবিতে ৪ সেপ্টেম্বর রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখাসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন।
সেসময় সাংবাদিক নেতারা ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার এবং ওসিকে অপসারণের আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে শাহমুখদুম থানার ওসি ও প্রতারক আক্তারুল ইসলামের যোগসাজশে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দেওয়া হয়। প্রতারক আক্তারুল ইসলাম আ’লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডুকে নানা পরিচয়ে বিভিন্ন দপ্তরে ঠিকাদারি কাজ বাগিয়ে নিতো। ওসি মাছুমা মুস্তারী আ’লীগের প্রভাবে দীর্ঘ ১ যুগ ধরে রাজশাহীতে কর্মরত। ওসি মাছুমা মুস্তারী মতিহার থানা এলাকায় সাত তলা বিশিষ্ট কয়েক কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করছেন। এসব ঘটনায় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে ওসি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন।

মিথ্যা ওই মামলায় রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল হোসেন, আরটিভি’র ক্যামেরাম্যান আরিফুল হক রনি, কালের কণ্ঠের নাঈম হোসেন, গণমুক্তি পত্রিকার মাজহারুল ইসলাম ও আজকের প্রত্যাশার নাজমুল হকসহ একজন ঠিকাদারকে আসামি করা হয়।
গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে আরএমপি শাহমুখদুম থানা চাঞ্চল্যকর ঘটনায় সাংবাদিকদের ভুক্তভোগী না মেনে উল্টো এক সপ্তাহ পর প্রতারকের পক্ষে মামলা রেকর্ড করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট