ইসমাইল খান হৃদয়, মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মাদারীপুরে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহানদার আলী জাহান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বিকাল ৫ টায় মাদারীপুর লেকের পাড় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার,মাদারীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাকিম বেপারি , যুবদল নেতা হাসান মাতুব্বর সহ কালকিনি পৌরসভা, ডাসার উপজেলা ও শিবচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ১৫ সহস্রাধিক লোক নিয়ে আনন্দ র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুরের ইটের পুল গিয়ে শেষ হয়।