1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

ভাই হত্যার সাক্ষ্য ঠেকাতে কৃষকের সর্বনাশ? শৈলকুপায় কেটে ফেলা হলো শত শত বেগুন ও কলাগাছ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুর সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় আবারও দুর্বৃত্তদের নৃশংসতার শিকার হলেন এক কৃষক। এবার শুধু ফসল নয়, এর পেছনে ভাই হত্যার বিচার থামিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর এক অভিযোগ উঠেছে। উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে কৃষক ইস্কান্দার আলীর ছয় কাটা জমির ধরন্ত বেগুন এবং দেড় শতাধিক কলাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কৃষক ইস্কান্দার আলী সন্দেহ করছেন, তার ভাই রতন হত্যা মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
সোমবার রাতে এই পাশবিক ঘটনাটি ঘটে। সকালে কৃষক ইস্কান্দার জমিতে গিয়ে দেখেন তার স্বপ্নের ফসল মাটিতে মিশে গেছে। হাত দিয়ে প্রতিটি বেগুন উপরে ফেলা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে কলাগাছের মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। এই ধ্বংসযজ্ঞ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আর্তনাদ করে ইস্কান্দার আলী বলেন, “আমার ভাই রতনকে হত্যা করা হয়েছিল। সেই মামলার বিচার শুরু হবে। আমরা যেন সাক্ষী দিতে না যাই, সেজন্যই প্রতিপক্ষরা আমাকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে এবং ভয় দেখাতে এই কাজ করেছে। এটা শুধু আমার ফসল নষ্ট করা নয়, এটা আমার ভাইয়ের হত্যার বিচার আটকানোর একটা ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “অনেক কষ্ট করে আর ধারদেনা করে এই ফসল ফলিয়েছিলাম। আর কিছুদিন পরেই বেগুন ও কলা বিক্রি করে দেনা শোধ করার স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতেই আমার সবকিছু শেষ করে দিল। আমি এখন কী করব, কীভাবে বাঁচব?”
এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক ইস্কান্দারের ভাই রতন হত্যাকাণ্ড নিয়ে গ্রামে একটি বিরোধ চলমান রয়েছে। মামলার বিচারকার্য এগিয়ে আসায় প্রতিপক্ষরা বিভিন্নভাবে ইস্কান্দারের পরিবারকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। ফসলের মাঠ নষ্ট করার ঘটনাটি সেই চাপের একটি অংশ বলেই মনে করছেন স্থানীয়রা।
এই ন্যক্কারজনক ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, ফসলের সাথে শত্রুতা এক জঘন্য অপরাধ। এর সাথে যদি হত্যা মামলার সাক্ষীকে ভয় দেখানোর মতো বিষয় জড়িত থাকে, তবে তা আরও ভয়ংকর।
এ বিষয়ে ত্রিবেণী ইউনিয়নের বাসিন্দার রিপন হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা কৃষক ইস্কান্দারের পাশে আছি। ফসলের ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার পেছনের মূল কারণ খুঁজে বের করতে হবে। প্রশাসনকে অনুরোধ করব, ভাই হত্যার মামলার বিষয়টি মাথায় রেখে দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”
ভুক্তভোগী কৃষক ইস্কান্দার আলী এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি তার ফসলের ক্ষতিপূরণ এবং ভাই হত্যার ন্যায়বিচার উভয়ই দাবি করেছেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট