1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা–গাঁজা ও অস্ত্র দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে খেলার সামগ্রী বিতরণ ২০২৬ অনুষ্ঠিত দোয়ারাবাজারে ছনোগাও- বাঘমারা জরাজীর্ণ পাকা রাস্তা এ যেন এক মরণফাঁদ রাজশাহীতে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী’র ব্যবসায়িক সম্মেলন মুন্সিগঞ্জ তিন আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা। বড়াইগ্রামে বনপাড়া ট্রমা সেন্টারের উদ্যোগে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ফ্রী স্বাস্থ্য কার্ড বিতরণ। ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত প্রায় ৫০ ‎ সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন মুন্সিগঞ্জ শিলই বিএনপি নেতার বাড়ির দেয়ালে ককটেল বিস্ফোরণ এর অভিযোগ। কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, চরম দুর্ভোগে চরাঞ্চলের মানুষন

মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: গ্রামবাসীর ধাওয়া, ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ফসলি জমি ও বসত ভিটা রক্ষায় গ্রামবাসীর ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতার আগুনে দুইটি লোড ড্রেজার পুড়েছে। এছাড়াও একই দিন সদর বালু মহালে নদীর পার ঘেষে বালু উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে আব্দুর রহমান ও মো. জাকির নামে দুই ড্রেজার শ্রমিককে আটক করেছে। পরে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা সদরের আধারা ইউনিয়নের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গ্রামবাসী বালু উত্তোলনকারীদের ধাওয়া দেয়।

কালিরচর গ্রামবাসীর দাবী, বালু মহালের নির্ধারিত স্থান ছেড়ে গ্রাম ঘেঁষে বালু উত্তোলন করার ক্ষোভ থেকেই আজ ধাওয়া দেয়া হয়েছে। ওরা যেখানে বালু উত্তোলন করছে, তা আমাদের সম্পত্তি।

একাধিক স্থানীয়রা জানান- জেলা প্রশাসনের দেওয়া মেঘনা নদীর ভাষানচর বালু মহালের ইজারাদারের লোকজন কযেকদিন ধরেই গ্রাম ঘেঁষে বালু উত্তোলন করছিলেন। এতে গ্রামের নদীতীরবর্তি ফসলি জমি ও বসতভিটা ভাঙ্গনের আশংকা দেখা দেয়। এ পরিস্থিতিতে গ্রামবাসীর মধ্যে ভাঙ্গন আতংক বিরাজ করে। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বালু উত্তোলনে বাঁধা দিতে মহালে ছুটে যান, এসময় লোড ড্রেজারগুলো ছোটাছুটি করে পালিয়ে যায়। এক পর্যায়ে উত্তেজিত গ্রামবাসী দুইটি থেমে থাকা লোড ড্রেজারে আগুন ধরিয়ে দেয়।

ভাষানচর বালু মহালের ইজারাদার জিএস মনিরুজ্জামান মনির বলেন, আমরা বৈধ মহাল ইজারা নিয়েছি। আমাদের প্রশাসন থেকে বুঝিয়ে দেয়া স্থানে বালু উত্তোলন করছি।

ভুক্তভোগী কালিরচর গ্রামের বাসিন্দা খলিল মিজি (৬৫) এলাকাবাসীর পক্ষ থেকে জানান, বালুর মহাল ইজারা হয়েছে ভাসানচর মৌজায়। আর ওরা আমাদের কালিরচর মৌজায় বালু কাটছে। এখানে সর্বশেষ জরিপে নদী ঘেঁষা রেকর্ডীয় জমি রয়েছে। এখানে তিন ফসিল জমি রয়েছে। তাই গ্রামবাসী জমি রক্ষায় প্রতিহত করেছে, যাতে বাপদাদার সম্পদ রক্ষা হয়।

কালিরচর গ্রামের বাসিন্দা রিনা বেগম বলেন, গ্রামের মানুষ অসহায়। বাড়িঘর ভেঙে গেলে কই গিয়া থাকবো। যারা বালু কাটে তারা বড়, গ্রামের নিরীহ মানুষের কথা কেউ বলেনা। আমরা এর প্রতিকার চাই।

সদরের চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, আমরা আজ সকালে ওই এলাকায় অভিযান করেছি। তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনিয়ম হলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হাসানুর রহমান বলেন, আমরা আজ বালু মহালের বিষয়ে স্হানীয়দের অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করি। এ সময় নদীর পার ঘেষে বালু তোলার দায়ে দুইজনকে আটক করা হয় এবং পরে দুই লাখ জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে কেউ আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট