মোঃ সৈকত হোসেন
নিজেস্ব প্রতিবেদন
বড়াইগ্রামে বনপাড়া হারোয়া আখ সেন্টার সংলগ্ন রাস্তা পাড় হওয়ার সময় আহত হন আব্দুল মোমিন(৪৫) নামে একজন। সিএনজির গতি বেশি থাকায়
দশহাত দূরে ছেঁচড়ে নিয়ে যায়।ঘটনাস্থলে আহত হয় আব্দুল মোমিন(৪৫)এঘটনা ঘটে আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ছয় ঘটিকায়।
স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল মোমিন (৪৫), বাগাতিপাড়ার, চন্দ্রখৈল গ্রামে বাড়ি। সে বনপাড়া জাপান টোবাকো ইন্টারন্যাশনাল কোম্পানির সেলস ম্যান। দূর্ঘটনাস্হল থেকে বনপাড়া পৌর ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ তাজবীর ইসলাম উদ্ধার করে পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আব্দুল মোমিন গুরুত্ব আঘাত প্রাপ্ত হয় ও তার কান দিয়ে রক্ত পড়ছে যার কারনে প্রাথমিক চিকিৎসা শেষ রাজশাহীতে স্থানান্তর করেন।