মোঃ সৈকত হোসেন
নিজেস্ব প্রতিবেদন
নাটোর বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত।
এঘটনা ঘটে আজ ২৬ জুলাই ২০২৫ দুপুর সাড়ে একটার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায় ১ নং জোয়ারী ইউনিয়নের কাটাশকোল গ্রামের মৃত: আবু বক্করের ছেলে হাসেম (৫৫)। ভ্যান চালক হাসেম প্রতিদিনের ন্যায় ডিলার পয়েন্ট থেকে বিভিন্ন কোম্পানির পূন্য নিয়ে কয়েন বাজার মার্কেটের উদ্দেশ্য রওনা হয়। কয়েন বাজারের কাছাকাছি এমন সময় বিপরীত থেকে আসা প্রাইভেটকার সরাসরি মেরে দেয় ভ্যান চালকে। ভ্যান চালক হাসেম ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয় বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্ঘটনা কবলিত যানবভন দুটি জব্দ করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে,
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।