এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন কৃতি শিক্ষার্থীদের এসইডিপি প্রকল্পের আওতায় পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।
বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান।
শিক্ষা মন্ত্রনালয়ের অধিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের সার্বিক সহযোগীতায় শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
শৈলকুপা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার ও সনদ হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন।
এর আগে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের জন্য শোক প্রকাশ করা হয়।