মোঃ আবু বকর
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা খাদ্যগোদাম নিকটবর্তী রাস্তার অংশ ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত খাদ্যগোদামে সরকারি ধান, চাউল পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। উপজেলা সদরের খাদ্যগোদামের একমাত্র রাস্তাটির বেহালবস্থার কারণে এখানে প্রতিদিনই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলা খাদ্যগোদামের এই রাস্তাটি প্রায় ২শ ফুট খানাখন্দভরা। এতে সরকারি ধান চাল নিয়ে আসা যাওয়া গাড়ী নিয়ে মারাত্মক ভোগান্তি পোহাতে হয়। উপজেলার ৩৮ টি রাইস মিলের ধান, চাল এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। কিছু অংশ দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য হয়ে পড়লেও দেখার কেউ নেই। রাস্তার এই অংশ দ্রুত সংষ্কার করা না হলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
উপজেলা সদরের রাইসমিল মালিক কবীর আহমদ জানিয়েছেন, মিল থেকে নিয়মিত খাদ্যগোদামে ধান চাউল নিয়ে গাড়ি চলাচল এবং জেলা শহর থেকে আসা সরকারি চাউল নিয়ে আসা গাড়ি নিয়ে বিপাকে পড়তে হয়। গত বছর আমি নিজের অর্থায়নে এ রাস্তার ভাঙা অংশটুকু বালি পাথর ফেলে সংষ্কার করেছি। এখন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
রাইসমিল মালিক মহব্বতপুর বাজারের ব্যবসায়ী আব্দুল হক বলেছেন, উপজেলা খাদ্যগোদামের একমাত্র রাস্তাটির অংশ খানাখন্দভরা, এখন চাউল ধান নিয়ে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দেখার কেউ নেই।
উপজেলা খাদ্যগোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল মতিন বলেছেন, গোদাম সংলগ্ন রাস্তাটির বেহালবস্থার কারণে এখন মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংষ্কার করা না হলে এই রাস্তা দিয়ে সরকারি ধান চাউলের গাড়ি আসা যাওয়া করা সম্ভব হবে না।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।