1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা–গাঁজা ও অস্ত্র দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে খেলার সামগ্রী বিতরণ ২০২৬ অনুষ্ঠিত দোয়ারাবাজারে ছনোগাও- বাঘমারা জরাজীর্ণ পাকা রাস্তা এ যেন এক মরণফাঁদ রাজশাহীতে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী’র ব্যবসায়িক সম্মেলন মুন্সিগঞ্জ তিন আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা। বড়াইগ্রামে বনপাড়া ট্রমা সেন্টারের উদ্যোগে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ফ্রী স্বাস্থ্য কার্ড বিতরণ। ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত প্রায় ৫০ ‎ সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন মুন্সিগঞ্জ শিলই বিএনপি নেতার বাড়ির দেয়ালে ককটেল বিস্ফোরণ এর অভিযোগ। কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, চরম দুর্ভোগে চরাঞ্চলের মানুষন

দোয়ারাবাজারে এক যুবককে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর,অবস্থা আশঙ্কাজনক,থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে পূর্ববিরোধের জেরে ফয়জুল হক (৪০) কে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার ( ১৩ জুলাই) রবিবার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় (বড়ময়দান) হাতির ভাঙা গ্রামের মৃত:নুর উল্লাহ’র পুত্র কমরু মিয়া (৬০) কে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে আহতের ভাই বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন।

এর আগে শনিবার সন্ধায়
উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় (বড়ময়দান) হাতির ভাঙা এলাকায় এঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়. বিবাদীরা অত্যান্তই উগ্রবাদী ও দুষ্টুপ্রকৃতির লোক।
দীর্ঘদিন ধরে তাদের সাথে জমি জমা সক্রান্তে বিরোধ চলে আসছিলো।
শনিবার (১২ জুলাই) সন্ধায় আহত ফয়জুল হক স্থানীয় নরসিংপুর বাজার হতে বাড়িতে ফেরার পথে হাতির ভাঙা এলাকায় পৌঁছালে
উৎপেতে থাকা কমরু মিয়া’র পুত্ররা পূর্ব বিরোধের জেরে ফয়জুল হকের উপর অতর্কিত হামলা চালায়। দা,ছুরি,রামদা, রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে আহত করে। পরে তার শু-চিৎকার শুনে মামলায় উল্লেখিত স্বাক্ষীগণ ও স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ফেলে চলে যায়। এসময় তার সাথে থাকা নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।
পরে আত্নীয় স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার একটি হাত ভেঙে যায় ও মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে আহতের আত্মীয়দের নিশ্চিত করে। বর্তমানে আশংঙ্কা জনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান,অভিযুক্ত বিবাদীরা স্থানীয় ভাবে প্রভাবশালী। ভারতীয় চোরাই ব্যবসার সাথে তারা জড়িড থাকায় এলাকায় তাদের একটি গ্যাং রয়েছে। অভিযুক্তরা প্রায়ই ক্ষমতার প্রভাব কাটিয়ে এলাকার মানুষকে হয়রানি করে। আহতের পরিবারের সদস্যদের উপরও বেশ কয়েক বার তারা হামলা করেছে। তাদের ক্ষমতার ভয়ে কেউ বিরুদ্ধে কথা বলতে রাজি নয়।

অভিযোগের বিষয়টি সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান,গতকালের ঘটনায় সকালে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। আজ অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট