
সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা এনায়েতপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এনায়েতপুর থানা শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ৩৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
শনিবার (১২ জুলাই ) সকালে ১০ টায় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়ার মাদ্রাসার অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড.হোসেন রেজা।
বিশেষ অতিথি খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আহসান উল্লাহ হাবীব। এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়ার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, চৌহালী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর মোশাররফ হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এনায়েতপুর থানা শাখার সভাপতি এম.ওয়াহিদুজ্জামান, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা ,এসোসিয়েশনের সাধারন সম্পাদক লুকমিহান সরকার, সহ-সভাপতি আবু তালহা, অর্থ বিষয়ক সম্পাদক শাহাজালাল, এনায়েতপুরের সাংস্কৃতিক কর্মী ও চিত্র শিল্পী মোশারফ হোসেন খান, সাংবাদিক সোহেল রানা সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৮ টি স্কুলের মোট ৪৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৩৭৪ জন কৃতকার্য হয়েছে। আর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬২ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৩১২ জন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়