ডেস্ক রিপোর্টঃ
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
১১টা ৩০ মিনিটে, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগর গ্রামে গোপন তথ্যের ভিওিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে অনলাইন জুয়া (বেটিং) ও প্রতারণা চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ সিরাজুল ইসলাম (পিতা: মোতালেব হোসেন) দীর্ঘদিন ধরে অনলাইন বেটিং কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয় যুব সমাজকে এই অপকর্মে প্রলুব্ধ করে বিপথগামী করছিল।
অভিযান চলাকালে তার কাছ থেকে জুয়া সংক্রান্ত কাজে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২টি অতিরিক্ত সিমকার্ড জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।