এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকূপা উপজেলার আমির অধ্যাপক এ এস. এম. মতিউর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, “এসএসসি পরীক্ষায় যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের প্রতি আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, সমাজ ও দেশের জন্যও গর্বের বিষয়। আমি আশা করি, তোমরা আগামীতেও অধ্যবসায় ও নৈতিকতা বজায় রেখে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাবে এবং আদর্শ নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “যারা এবারের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। ব্যর্থতা জীবনের শেষ কথা নয়, বরং এটি সফলতার পথে একটি শিক্ষা। পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে ভবিষ্যতে অবশ্যই সফল হওয়া সম্ভব।”
অধ্যাপক মতিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের উচিত আত্মসমালোচনার মাধ্যমে দুর্বলতা চিহ্নিত করে এগিয়ে যাওয়া। পরিবার ও শিক্ষকদের পরামর্শ মেনে চললে আগামী দিনে ভালো ফল অর্জন সম্ভব।”
তিনি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষা প্রদানের আহ্বান জানান।