কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে আজ (০৬ জুলাই) কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী, সীমান্ত জনপদের প্রিয় মুখ, মজলুম জননেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার রক্ষায় এই নির্বাচনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
সভায় অন্যান্য বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।