এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার হামদহ দাসপাড়ায় বিয়ের অনুমতি না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গণেশ দাস (১৪) নামে এক স্কুলছাত্র। নিহত গণেশ সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং দাসপাড়ার তপন দাসের ছেলে।
রবিবার (৬ জুলাই) সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন গণেশকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, গণেশ কিছুদিন ধরে পরিবারের কাছে বিয়ের কথা বলছিল। তবে বয়স কম হওয়ায় পরিবার তাতে রাজি হয়নি। ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের মাঝে ঘটনার শোক ও হতবাক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।