1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

উখিয়ায় চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনায় প্রধান আসামি শরিফ গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র।

কক্সবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় চাঞ্চল্যকর খুনসহ সংঘটিত ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত আহমদ শরিফ ও তার অন্যতম সহযোগী রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও গুলি।

গত ২৩ জুন রাতে উক্ত এলাকায় সংঘটিত ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাত দল ঘরের নারী সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৯৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও একটি স্মার্টফোন লুট করে। ডাকাতদের হাত থেকে বাড়ির কর্তা নুরুল আমিন ও তার ভাই হাছান আলী বাঁচার চেষ্টা করলে, ডাকাতরা তাদেরকে বেধড়ক মারধর করে। এসময় ডাকাত দলের নেতা শরিফ ভিকটিম নুরুল আমিনকে গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার জের ধরে ভিকটিমের স্ত্রী উখিয়া থানায় আহমদ শরিফকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মঙ্গলবার রাতে উখিয়া থানার সহযোগিতায় অভিযান চালিয়ে ডাকাত শরিফ ও তার সহযোগী রেজাউল করিমকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি তাজা গুলি ও একটি খালি কার্তুজ।

গ্রেফতারকৃতরা হলেন—
১) আহমদ শরিফ ওরফে শরিফ্যা ডাকাত, পিতা ওমর মিয়া, গ্রাম পূর্ব নুরার ডেইল, জালিয়াপালং।
২) রেজাউল করিম ওরফে বাবুল, পিতা ছৈয়দ আলম, গ্রাম পশ্চিম রত্না, রত্নাপালং ইউনিয়ন।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব আরও জানায়, “চল যাই যুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা ডাকাত, মাদককারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট