মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
আজ আমি পারিবারিক একটা কাজে ইউনিয়ন পরিষদে যায়, সেখানে গিয়ে দেখি পরিষদে অসংখ্য মহিলাদের গণজমায়েত।বিষয়টি ভালোভাবে জানার জন্য রুমের মধ্যে এগিয়ে যায় এবং কয়েকজন কে জিজ্ঞেস করি এতো মহিলারা কেনো এসেছেন পরে জানতে পারি আজ (VWB) এর ৩০ কেজি চাউলের কার্ড নির্ধারণ করার জন্য যারা আবেদন করেছিলেন তাদের সবাই উপস্থিত হয়েছেন। ওখানে ইউনিয়ন পরিষদের সকল দ্বায়িত্বশীল,বিএনপি ও জামায়েতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা আমাকে দেখে বসতে দিলো। কিছুক্ষণ বসে লক্ষ্য করলাম তালিকা দেখে নাম ধরে ডাকছে কিন্তু যে নাম ধরে ডাকছে বেশিরভাগ মহিলাদের নাম তালিকায় নেই। যাদের নাম তালিকায় আছে তারা বেশ হাসিখুশি কিন্তু যাদের নাম তালিকায় নাই তাদের চেহারার চিন্তা আর অসহায়ত্বের চাপ এটা দেখে আমি পাশের কয়েকজন কে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনারা আবেদন করেছেন কোথা থেকে কেউ বলছে স্থানীয় নেতাদের কাছে কাগজ জমা দিয়েছেন আবার কেউ বলছেন ইউনিয়ন পরিষদে এসে জমা দিয়েছেন (আবেদন করার জন্য ১০০-২০০ টাকাও দিয়েছেন), তালিকা ধরে কয়েকবার ডাকার পরও বেশিরভাগ মানুষের নাম পাচ্ছে না তখন আমি একটু তালিকাটা দেখার জন্য হাতে নি তখন মহিলারা ভাবছে আমি হয়তো এই কার্ড করে দেওয়ার দ্বায়িত্বশীল কোন ব্যাক্তি, মহিলারা আমাকে স্যার বলতে বলতে কাছে এসে বলছে স্যার আমার নামটা দেখেন তো, আমি যে কয়েকজনের নাম চেক করি কারো নাম নেই তালিকায়। কয়েকজন কান্না করছে আর বলছে স্যার আমি খুব গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে খায়,আমার মেয়ে প্রতিবন্ধী,আমার স্বামী নেই এরকম কষ্টের কথা, তাদের কান্না চেহারা দেখে আমার চোখের কোনে পানি চলে আসে, তখন ভাবনায় চলে আসে আমরা কি এরকম বাংলাদেশ আশা করেছিলাম।আগামীকাল নতুন করে পুনরায় যাচাই-বাছাই হবে আমি সংশ্লিষ্ট দ্বায়িত্বশীলদের বিনয়ের সাথে আহ্বান করবো আপনারা স্বচ্ছতার মাধ্যমে যাচাই-বাছাই করবেন এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আহ্বান রইলো (VWB) সহ অন্যান্য সকল কাজে যারা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের শাস্তির ব্যবস্হা করবেন।। সেই সাথে স্থানীয় ও জাতীয় সকল সাংবাদিকদের আহ্বান করবো আগামীকাল আপনারা ১নং ত্রিবেণী ইউনিয়ন পরিষদে গিয়ে তথ্য সংগ্রহ করবেন কোনো অনিয়ম হচ্ছে কিনা যদি কেউ অনিয়ম করে আশা করি আপনারা নিউজ করবেন।
দেশের প্রতিটা সেক্টরে এরকম অনিয়ম দুর্নীতি চলমান রয়েছে। যারা আও**য়ামী স্টাইলে সবকিছু পরিচালনা, অনিয়ম করতে চাচ্ছেন আমরা সেটা হতে দিবো না। আমি সবাইকে আহ্বান করছি আমরা সবাই একত্রিত হয়ে যেভাবে এই বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছি, আগামীর নতুন বাংলাদেশ গড়তে সামনে আমাদের অনেক পরিশ্রম ও ত্যাগ করতে হবে। আমাদের লড়াই শেষ হয়নি।