1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাগ্নের হাতে মামা খুন: শৈলকুপার খুলুমবাড়িতে মর্মান্তিক ঘটনা গজারিয়ার নুরুজ্জামান ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কোটচাঁদপুরে জুলাই-আগষ্ট গণঅভ্যুস্থানের শহিদদের স্বরনে জামায়াতের দোয়া ও খাবার বিতরণ উখিয়ায় চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনায় প্রধান আসামি শরিফ গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র। আল্লামা মামুনুল হক এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু শৈলকুপায় শেষ খালের ব্রিজ ভেঙে চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও ২০ গ্রামের মানুষ গজারিয়া নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি: স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ। নাটোরে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডিজিটাল মাধ্যমে অপপ্রচারের অভিযোগে কক্সবাজার বিএনপি সভাপতির মামলা, ৫ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ফেনীতে ট্রেনের ধাক্কায়-সিএনজির যাত্রী মা-ছেলে ০২ জন নিহত, আহত ০১

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।

ফেনীতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাফিজুল ইসলাম (৪২)ও তার মা ফাতেমাতুজ জোহরা (৬২) নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে সিএনজি চালক।

নিহত হাফিজুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা মৃত হারেস আহম্মেদে সন্তু মিয়ার বড় ছেলে। তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন রেলগেট অতিক্রম করার সময় সড়কে আটকে পড়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজিটি ওই সময় যানজটে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। ধাক্কা খেয়ে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের পাঠানো হলে পথিমধ্যে তিনি মারা যায়। আহত সিএনজি চালককে আটক করা হয়েছে।

রেলের গেইটম্যান বাবু বলেন, ৭টা ২০ মিনিটে আমি গেট বন্ধ করি। কিন্তু অপর দিক থেকে রংসাইড় দিয়ে অনেক গাড়ি আসায় যানজট সৃষ্টি হয়। একটি সিএনজি রেললাইনের ওপর আটকে যায়। বারবার সরাতে চেষ্টা করেও ব্যর্থ হই। ট্রেনটিকে লাল সিগনাল দিয়ে থামাতে চাইলেও দূরত্বের কারণে সম্ভব হয়নি।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান উদ্দিন বলেন, “ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের মাথা ও পায়ে মারাত্মক জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।”
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান জানান ট্রেন সিএনজির সংঘর্ষে ২ জন নিহত, ১ আহত আছে। একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরন করা হলে সে ও মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ সেখানে গেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেলগেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট