মো.নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমার থেকে মাদকের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় জামালের ঘের নামক স্থানে ওঁত পেতে অবস্থান নেয় বিজিবির বিশেষ একটি দল। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দুটি ব্যাগ হাতে করে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রমের সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করে তারা।
পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো, ক্যাম্প-৮-ই এর বাসিন্দা করিম উল্লাহ (১৮), পিতা মোঃ সুলতান এবং মোঃ মুজিবুর রহমান (১২), পিতা পীর মোহাম্মদ। তাদের বহনকৃত ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির এক কর্মকর্তা জানান, আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, “সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”