1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

রথ মেলায় যুবদল সদস্য সুইটের চাঁদাবাজির অভিযোগ

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর ঐতিহ্যবাহী রথ মেলাকে কেন্দ্র করে এবারও উঠে এসেছে চাঁদাবাজির অভিযোগ। আলোচনার কেন্দ্রে রয়েছেন তানভীর আহমেদ সুইট নামের এক যুবদল সদস্য। যদিও তিনি এখনও রাজশাহী মহানগর যুবদলের কোনো পদে নেই, তবুও অভিযোগ রয়েছে—তিনি একটি সক্রিয় চাঁদাবাজ সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন।

২১ নম্বর ওয়ার্ডের এক যুবদল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুইট আমায় টেনে ওই সিন্ডিকেটে যুক্ত করতে চেয়েছিল। সে বলেছিল—‘২২ নম্বর ওয়ার্ডের সবাই খাচ্ছে, ২১ নাম্বারের তোমরা কেন বাকি থাকবা? চলো আমি ব্যবস্থা করে দিচ্ছি।’”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরপাড়া থেকে স্বচ্ছ টাওয়ার মোড় পর্যন্ত প্রায় ৫-৬টি চাঁদা উত্তোলন পয়েন্ট চালু রয়েছে। এসব স্থানে টোকাই, মাদকাসক্ত ও বখাটে যুবকদের দিয়ে চাঁদা আদায় করানো হচ্ছে। অভিযোগ রয়েছে, এই কর্মকাণ্ডের পেছনে ছত্রছায়া দিচ্ছেন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী।

সুইটের নাম চাঁদাবাজির সাথে জড়ানোর খবর ছড়িয়ে পড়লে, তিনি নিজের নাম আড়াল করতে নানা কৌশল গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, সুবিধাবাদী কয়েকজন সাংবাদিকের মাধ্যমে প্রমাণ ছাড়াই আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করান। এই তথাকথিত সংবাদের কোথাও নেই কোনো কল রেকর্ড, প্রত্যক্ষ সাক্ষ্য কিংবা ভিডিও—সবই একতরফা প্রচারণা।

অনুসন্ধানে আরও জানা গেছে, ৫ আগস্টের পর সুইট যুবদলের নাম ব্যবহার করে বোয়ালিয়া থানার কয়েকজন কর্মকর্তার সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে। এক যুবদল কর্মীর ভাষ্যমতে, “আমাদের এলাকার এক ছোট ছেলে থেকে ঘুষ নিয়েছিল সুইট ও বোয়ালিয়া থানার এক কর্মকর্তা। আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কয়েকজন যুবদল কর্মী বিষয়টি জানার পর সুইটকে ডেকে সতর্ক করি। সে তখন মিথ্যা ও বাঁকা কথা বলতে শুরু করে। তখন আমরা তাকে চড়-থাপ্পড় দিয়ে সাবধান করে দেই—যেন ভবিষ্যতে এমন কাজ আর না করে।”

সুইটের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—তিনি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বাসায় ‘ঘেরাও অভিযান’ চালানোর নামে নাটক সাজান। ওইসব অভিযানে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।

এই চাঁদাবাজি সিন্ডিকেটের কারণে রথ মেলায় ব্যবসা করতে এসে অনেক দোকানদারই চরম ভোগান্তির মুখে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,“চাঁদা না দিলে দোকান করতে দেবে না বলে হুমকি দেয়।

রথ মেলার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে এভাবে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা চাঁদাবাজ চক্র শুধু আইনশৃঙ্খলার জন্য নয়—সামাজিক মূল্যবোধের জন্যও হুমকি। প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর উচিত, এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করা।

এই বিষয়ে অভিযুক্ত সুইট মুঠোফোনে বলেন, কোন একটা চক্র আমার বিরুদ্ধে কাজ করছে তারাই এমন প্রচার করছে আমার নামে।

এই বিষয়ে জানতে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি জানান, আমরা কিছুক্ষণের মধ্যে রাতে রথ মেলায় প্রবেশ করব চাঁদাবাজের বিপক্ষে শক্ত একটা ব্যবস্থা নেব। যারা যুবদলের নাম ব্যবহার করে এমন অপকর্মের সাথে যুক্ত হয়েছে তথ্য প্রমাণ পেলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট