কক্সবাজার প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের “লাল কাইন্দা” এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩৩ ও ৩৪ এর মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত যুবকের নাম ইউনুছ (২৫), তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে’র বাসিন্দা এবং এজাহার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্র শব্দ শোনা মাত্রই সীমান্তের এপার থেকে দুই যুবক ঘটনাস্থলে ছুটে যান এবং আহত ইউনুছকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্রের দাবি, কিছু চোরাকারবারি দেশীয় পণ্য মিয়ানমারে পাচারের চেষ্টা করছিলেন। তারা আরাকান আর্মির নির্দেশিত পথ না মেনে বিকল্প রুটে প্রবেশের চেষ্টা করলে সেখানে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, “মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা আহত হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সীমান্ত এলাকায় আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা সীমান্তবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।