1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাগ্নের হাতে মামা খুন: শৈলকুপার খুলুমবাড়িতে মর্মান্তিক ঘটনা গজারিয়ার নুরুজ্জামান ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কোটচাঁদপুরে জুলাই-আগষ্ট গণঅভ্যুস্থানের শহিদদের স্বরনে জামায়াতের দোয়া ও খাবার বিতরণ উখিয়ায় চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনায় প্রধান আসামি শরিফ গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র। আল্লামা মামুনুল হক এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু শৈলকুপায় শেষ খালের ব্রিজ ভেঙে চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও ২০ গ্রামের মানুষ গজারিয়া নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি: স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ। নাটোরে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডিজিটাল মাধ্যমে অপপ্রচারের অভিযোগে কক্সবাজার বিএনপি সভাপতির মামলা, ৫ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে হাতুড়িপেটা

ইসমাইল খান হৃদয়,প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

ইসমাইল খান হৃদয়,প্রতিনিধিঃ

মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে এনসিপির কর্মী সভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরু আগেই ভুইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহ’র উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এ সময় মাসুমকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে ভর্তি করা ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রাজধানী ঢাকা মেডিকেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাসুমের সহকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ মাতুব্বর বলেন, ‘রাতুল ও আদিল এই দুইজনের নেতৃত্বে অতর্কিতভাবে মাসুদের উপর হামলা চালানো হয়েছে। এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।’
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, রাতুল হাওলাদার ও আদিল আহম্মেদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। বার বার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা কোনভাবেই মেনে নেয়ে যাবে না। এর কঠিন বিচার হওয়া দরকার।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘ঘটনার পর পরই এলাকা থেকে পালিয়েছে হামলাকারীরা। এই ঘটনায় নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। হামলার সাথে জড়িতদের ধরতে এরইমধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশের একাধিক টিম।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট