এম আমিরুল ইসলাম,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে “বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫” উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর হতে চারমাথা সিএনজি স্ট্যান্ড পর্যন্ত এক র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা প্রশাসনের হলরুমে তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। আরো উপস্থিত ছিলেন কাহালু প্রেসক্লাবের সভাপতি প্রভাষক কুতুব উদ্দিন শাহ বাবু।
আলোচনায় বক্তারা বলেন বিশ্বের প্রতিবছর একাংশ লোকের মৃত্যুর কারণ হচ্ছে তামাক সেবন। তাই তামাকের ভয়াবহ ছোবল থেকে নিজেদের রক্ষা করতে ও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করা উচিত।