
ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার সড়কজুড়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিল যানবাহন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নিয়মিত যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগ যেন নিত্যদিনের বাস্তবতা হয়ে উঠছে।
দিবাগত রাত ৪ঃ০০ টার থেকে সকাল ছয়টা ৩০ পর্যন্ত গজারিয়া ১৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও গজারিয়া হাইওয়ে পুলিশের সমঝোতায় যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।
ড্রাইভার সুমন মিয়া বলেন আমি কোম্পানির মাল নিয়ে যাব চৌদ্দগ্রাম, ভোর চারটা থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে কেন হয়েছে তা আমরা এখনো জানিনা এবং বেশিরভাগ সময়ই গজারিয়া অংশে যানজটের সৃষ্টি হয়ে থাকে।
এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ইনচার্জ সাহা কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রিজে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।