ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক দুই কেজি গাঁজা, পাঁচটি দেশি ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই যৌথ অভিযান চালায় মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প। অভিযানটি পরিচালনা করা হয় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে।
আটক ব্যক্তিরা হলেন গজারিয়া উপজেলার বাসিন্দা বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আবদুল মান্নান (৩৫)। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা গজারিয়া উপজেলায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।
অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মাদক ও অস্ত্র আইনগত প্রক্রিয়ার জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মুন্সীগঞ্জ জেলাতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত