মোঃ আবু বকর
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের ব্যবহারের খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ জানুয়ারি বিকেলে আনন্দমুখর পরিবেশে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গুণেন্দ্র কুমার তালুকদারের সভাপতিত্বে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ,এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুরমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কেরামবোর্ড,ফুটবল,বলিবল,দাবাবোর্ড, বিতরণ করেছেন। এসময় তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম মোদক, লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, মহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ নুরুল ইসলাম,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক রুকুনুজ্জামান,সাগত্ব বক্তব্য রাখেন সুরমা ইউপি সদস্য হাসান আলী
উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মন্ডলী, স্কুল শাখার শিক্ষক মন্ডলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত