
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি
নলডাঙ্গা উপজেলার নবাগত নির্বাহী অফিসার আল ইমরান খাঁনের সাথে অদ্য সৌজন্যে সাক্ষাৎ করেন, নলডাঙ্গা থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ্ব।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খাঁন, উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন নলডাঙ্গার উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি দ্বায়িত্ব পালন করবেন। সবার সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি দক্ষ, সেবা-মুখী, স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সহ-সভাপতি হাসিব উদ্দিন, সহ-সভাপতি সত্যেন কুমার দাস,
সাধারন সম্পাদক এ,কে,এম,খোরশেদ আলম এলটু, যুগ্ন-সম্পাদক ইফতেকারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, অর্থ-সম্পাদক ফিরোজ মাহমুদ রবিন, দপ্তর সম্পাদক মজনুর রহমান এবং নলডাঙ্গা থানা প্রেসক্লাবের সদস্য মধু প্রাং প্রমুখ।