অনলাইন ডেস্ক রিপোর্টঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সামনে সুদের ফাঁদ ও চেক প্রতারণার মাধ্যমে সহজ-সরল মানুষকে ফাঁসিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধনে অভিযোগ করা হয়, নাটোর উকিলবারের সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ , সাং—বনপাড়া হারোয়ার) দীর্ঘদিন ধরে সুদের ফাঁদ ও চেক সংক্রান্ত প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। এসব ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন মোঃ তাইজুল (পিতা—সামসুল হক, সাং—বনপাড়া মালিপাড়া), আব্দুল মোতালেব (পিতা—ফয়েজ উদ্দিন, সাং—জামাইদিঘী), অপু (পিতা—আনসার, সাং—বনপাড়া সরদারপাড়া), মোঃ সেলিম (পিতা—রশিদ, সাং—দোগাছি) এবং মোঃ মফিজ উদ্দিন (পিতা—এরশাদ আলী, সাং—খাকসা)। তারা সকলেই বড়াইগ্রাম থানা, নাটোর জেলার বাসিন্দা।
বক্তারা বলেন, অভিযুক্ত আইনজীবীর কর্মকাণ্ডের কারণে অনেক নিরীহ মানুষ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী রশিদকে ফোন দিলে তিনি ফোন ধরেন না,
এ বিষয়ে নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট টগর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি তিনি বলেন, অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যেই তাকে শোকজ করা হয়েছে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত