এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নলডাঙ্গার আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন।
উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াছিন উর রহমান। এবারের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, প্রকৌশলী হারুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা রেহেনা পারভিন, নলডাঙ্গা থানার তদন্ত (ওসি) ইব্রাহিম খলিল।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, ১নং ব্রহ্মপুর ইউনিয়নের চেয়ারম্যান সাজেদুর রহমান, রেজাউল করিম সভাপতি নলডাঙ্গা থানা প্রেসক্লাব, এ,কে,এম,খোরশেদ আলম সাধারণ সম্পাদক নলডাঙ্গা থানা প্রেসক্লাব, নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটির সকল সদস্যসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত