
সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন গোপালপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে প্রিন্ট কারখানা পুড়ে গেছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) আনুমানিক সকাল ৫.৫০ মিনিটে গোপালপুরে একটি প্রিন্ট কারখানায় ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গোপালপুর গ্রামের আবু সামার ছেলে সেরাজুল ইসলাম ও হাজী আসাদুল মল্লিকের ছেলে বাবু, এই দুজন মিলে টিন সেট দ্বারা একটি শাড়ি প্রিন্ট কারখানা তৈরি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কারখানার কাজ চলাকালীন সকাল ৫.৫০ মিনিটে কাগজের রোলার অতিরিক্ত হিট হলে সেখান থেকে আগুনের সুত্রপাত ঘটে, তাৎক্ষণিক পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে, স্থানীয় জনগণ বেলকুচি ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই কারখানার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১কোটি টাকা।