সোহেল রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী প্রচারণা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর ) বিকাল ৩টায় দিকে খামার গ্রাম ডিগ্রী কলেজ মাঠ চত্বরে এনায়েতপুর থানার মহিলা দলের উদ্যােগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ - ০৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। তিনি নেতৃবৃন্দদের জানান, ঘোষিত ৩১ দফার লক্ষ্য হলো রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করা। তার নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলীয়ভাবে ব্যাপক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সদস্য এম এ কাশেম।
এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানার সাবেক সদস্য সচিব মন্জুর রহমান মন্জু সিকদার, বেলকুচি উপজেলার সাবেক সদস্য সচিব বনি আমিন, এনায়েতপুর থানা মহিলা দলের সদস্য সচিব নাজমা খাতুন, আহ্বায়ক শিউলি খাতুন,যুগ্ম আহ্বায়ক সেফালি খাতুন,রুকসি খাতুন, বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ:খালেক,সাইদুল ইসলাম মিঠু,সানোয়ার হোসেন বেপারী, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব কালাম সিকদার,এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম বেপারী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা, কৃষক দলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার হাসান ও ইদ্রিস আলী ভুইয়া, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, এনায়েতপুর থানা ছাত্র দলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ প্রমুখ।
সমাবেশকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত