এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি:-
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল করেছেন ব্যবসায়ীরা। জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, দোকান মালিক সমিতি ও পরিবেশক সমিতি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক সুশীল সরকার।
এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর বিশেষ রহমত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল মাহাদী লিপিয়ার।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত